Month: July 2018

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয় প্রদর্শনী সমাপ্ত

  • Uncategorized
  • Comments Off on ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয় প্রদর্শনী সমাপ্ত

চীনা সাংস্কৃতিক মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয় আয়োজিত “বর্ণিল মেঘে ঢাকা সিল্ক রোড” শীর্ষক ৫দিনব্যাপী প্রদর্শনী ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে  সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং ঝো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অংকন ও চিত্রায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালন করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বাংলাদেশ এবং চীনের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যে মৈত্রীর এই বন্ধন ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে দু’দেশের সম্পর্ক ক্রমেই নিবিড় হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

চীনা রাষ্ট্রদূত ঝাং ঝো বলেন, বাংলাদেশের জাতীয় সংগীত এবং চীনের জাতীয় সংগীতের মর্মার্থ এক ও অভিন্ন। সোনার দেশ গড়ে তোলা দু’দেশেরই স্বপ্ন। এ অঞ্চলের জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে দু’দেশ একযোগে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অঞ্চলিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ‘এশিয়ান কালচারাল কমিউনিটি’ গঠনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ৫দিন ব্যাপী এই প্রদর্শনীতে চীনের ইউনান বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিল্পকর্ম স্থান পায়। এ উপলক্ষ্যে সেমিনার, কর্মশালা ও চীনের কস্টিউম প্রদর্শনীর আয়োজন করা হয়। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ৩জন শিক্ষক বিভিন্ন সেমিনার ও কর্মশালায় বক্তব্য রাখেন।
————–

(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

 

চীনা সাংস্কৃতিক মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয় আয়োজিত “বর্ণিল মেঘে ঢাকা সিল্ক রোড” শীর্ষক ৫দিনব্যাপী প্রদর্শনী ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। (ছবি: ঢাবি জনসংযোগ)

 

চীনা সাংস্কৃতিক মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয় আয়োজিত “বর্ণিল মেঘে ঢাকা সিল্ক রোড” শীর্ষক ৫দিনব্যাপী প্রদর্শনী ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে  সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক  ড. নাসরীন আহমাদ ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং ঝো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। (ছবি: ঢাবি জনসংযোগ)

Colorful Clouds Over Silk Road

Organizers:

Yunnan University & University of Dhaka

The China Bangladesh Culture and Art Exchange Center Confucius Institute at University of Dhaka

Faculty of Fine art of University of Dhaka

CO-organizers:

Institute of Modern Languages of University of Dhaka

Special thanks:

Overseas Chinese Association in Bangladesh

image image