এম.এফ.এ ২য় পর্বে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ১৬ থেকে ২৬ অক্টোবর ২০১৭ পর্যন্ত

অংকন ও চিত্রায়ণ বিভাগ, চারুকলা অনুষদ,
ঢাকা বিশ্ববিদ্যালয় অংকন ও চিত্রায়ণ বিভাগ,
Department of Drawing & Painting
Faculty of Fine Arts, University of Dhaka
Dhaka-1000, Bangladesh.
Phone : PABX No. 9661920-73. Extn. 8573.

No. … … … … … … … Date … … … … … … …

বিজ্ঞপ্তি
অত্র অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৭ সনের এম.এফ.এ ১ম পর্র্ব পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এম.এফ.এ ২য় পর্র্বে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ১৬ থেকে ২৬ অক্টোবর ২০১৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উক্ত তারিখের মধ্যে নির্ধারিত ফর্ম পূরণ সহ ব্যাংকে টাকা জমা দেয়ার পর ব্যাংক রশিদের দু’টি এবং ২০১৭ সনের এম.এফ.এ ১ম পর্ব পরীক্ষার নম্বর পত্রের দু’টি সত্যায়িত অনুলিপি বিভাগীয় অফিসে জমা দিতে হবে।

চেয়ারম্যান অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়।

স্মারক নং: তারিখ:অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ :১। ডিন অফিস, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২। নোটিশ বোর্ড, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।৩। লাইব্রেরী, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

চেয়ারম্যান অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়।